অলোক পুষ্পপুত্রের জন্ম ১৩ অক্টোবর ১৯৭২। পড়াশোনা ইংরাজি সাহিত্য নিয়ে। পেশায় ভারতীয় জীবন বিমা নিগমের আধিকারিক অলোক শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কার্যকারী কয়েকটি এনজিও-র উদ্যোগী সদস্য। অলোকের গল্প প্রথম প্রকাশিত হয় ৩ ডিসেম্বর ১৯৯৫, ‘যুগান্তর’ সংবাদপত্রে। প্রথম গল্পগ্রন্থ “যাও পাখি” (২০০৫), কাব্যগ্রন্থ “শ্রীচরণেষু শ্রডিংগার” (২০০৯)। কবিতা গল্প মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা চার। ‘নিজের গান নিজের সুর নিজের গায়ন’ - অলোকের অন্য ভুবন। বিক্ষিপ্ত লগ্নে অনুবাদের কাজও করেন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.