preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ

কেতাব-e লাইব্রেরি

বাংলা ই-বই এবং লিটল ম্যাগাজিনের একমাত্র ডিজিটাল লাইব্রেরি। এখানে যেমন রয়েছে বাংলা ক্লাসিকাল সাহিত্যের মণিমুক্তো, তেমনই রয়েছে অসংখ্য দুর্লভ বই এবং লিটল ম্যাগাজিনও। বইয়ের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন। সদস্য হলে এই লাইব্রেরির সমস্ত বই সব সময়ের জন্য থাকবে আপনার হাতের মুঠোয়, যা আপনি পড়তে পারবেন কেতাব-ই অ্যাপের মধ্যেই।


এটি বাংলা ই-বইয়ের একটি লাইব্রেরি। অন্য যে কোনো লাইব্রেরির মতই এখানে মাসিক, ষাণ্মাসিক অথবা বাৎসরিক চাঁদার বিনিময়ে সদস্য হওয়া যায়। এই লাইব্রেরিটি ব্যবহারের নিয়মগুলি সংক্ষেপে এইরকম: 

১) প্রথমে এই পোর্টালে লগইন করুন এবং নিচের কোনো একটি প্ল্যান বেছে নিয়ে সদস্য হোন। পেমেন্ট করার সময় আপনি অটোম্যাটিক বা ম্যানুয়াল - যে কোনো একটি মোড বেছে নিতে পারেন। অটোম্যাটিক মোডে আপনার সদস্যপদের মেয়াদ ফুরোলে আপনা থেকে রিনিউয়াল হয়ে যাবে। ম্যানুয়াল মোডে আপনাকে নিজেকে রিনিউ করাতে হবে। 

২) গুগল প্লে-স্টোর বা iOS অ্যাপ স্টোর থেকে ketab-e অ্যাপ ইনস্টল করুন।

৩) অ্যাপেও একই লগইন আইডি দিয়ে লগইন করুন। নিচে ডানদিকে লাইব্রেরি বলে একটি লাল রঙের আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে লাইব্রেরির বই অ্যাপের মধ্যেই ব্রাউজ করতে পারবেন। কোনো বই পড়তে চাইলে সেই বইটির নিচে 'বই তুলুন' অপশনটিতে ক্লিক করে বইটিকে অ্যাপে 'আপনার লাইব্রেরি'তে যুক্ত করে নিন। অ্যাপের মধ্যে আরও বিশদে বই পড়ার এবং লাইব্রেরি ব্যবহারের নিয়মাবলী দেওয়া আছে। 

৪) সদস্য থাকা অবস্থায় সমস্ত লাইব্রেরির বইতে আপনার অ্যাক্সেস থাকবে। 

৫) একবারে সর্বোচ্চ ছ'টি বইকে আপনি তুলতে (আপনার অ্যাপে যোগ করতে) পারবেন। আবার এর মধ্যে কোনোটি ফেরৎ দিয়ে যেকোনো সময় অন্য আর একটি বই তুলতে পারবেন। যেরকম যেকোনো লাইব্রেরিতে হয়। 

সদস্য হওয়ার সময় নিম্নলিখিত পদ্ধতিগুলির বাইরে ক্যাশ, চেক, বা অন্য কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে +91-9433813450 নম্বরে যোগাযোগ করুন।

সদস্যপদ রিনিউ করার পদ্ধতিটি বেছে নিন

সদস্য হওয়ার প্ল্যানটি বেছে নিন