কালীপ্রসন্ন সিংহ
বাংলা সাহিত্য জগতে উল্কার মতন এসেছিলেন কালীপ্রসন্ন সিংহ। ২৩ ফেব্রুয়ারি ১৮৪১ থেকে ২৪ জুলাই ১৮৭০, মাত্র ২৯ বছরের জীবনে নানান কর্মকাণ্ডর সঙ্গে যুক্ত ছিলেন। আঠারো খণ্ডে মহাভারতের বাংলা অনুবাদ তার মধ্যে একটি। সাহিত্যের পাশাপাশি বাংলা থিয়েটারের প্রচার ও প্রসারে ব্রতী হয়েছিলেন। তাঁর সর্বোৎকৃষ্ট সৃষ্টি ‘হুতোম প্যাঁচার নকশা’, বাংলা সাহিত্যের অন্যতম এক দলিল। রচনাশৈলী, বাক্য ও শব্দের ব্যবহারে এই গ্রন্থ হয়ে উঠেছে কালোত্তীর্ণ। তা ছাড়া বেশকিছু নাটক লিখেছেন যা সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আছে। সাহিত্য-থিয়েটারের পাশাপাশি নানান সামাজিক কাজেও তিনি অবদান রেখে গিয়েছেন।