স্বর্ণকুমারী দেবী (২৮ অগাস্ট ১৮৫৫- ৩ জুলাই ১৯৩২) নারী জাগরণের এক উত্থানের নাম। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহিলাদের মধ্যে লেখনীর ধারার সূত্রপাত তাঁর হাত ধরেই হয়েছিল। ঠাকুরবাড়ির পারিবারিক পত্রিকা ভারতী সম্পাদনা করেছেন প্রায় এগারো বছর। উনিশ শতকে বঙ্গসাহিত্যে মহিলা ঔপন্যাসিকের মধ্যে প্রথম পথ-নির্দেশের কৃতিত্ব স্বর্ণকুমারী দেবীর। ১৭৭৬ সালে লেখকের নামহীন উপন্যাস দীপ নির্বাণ প্রকাশের পর পাঠক মহলে সাড়া পড়ে যায়। লেখক মহিলা জানার পর জল্পনা ওঠে তুঙ্গে, বয়ে যায় আলোচনা সমালোচনার ঝড়। কিন্তু তারপরও স্বর্ণ কুমারী দেবী তাঁর লিখন প্রতিভায় নিজের আসন পোক্ত করে নিয়েছিলেন। পারিবারিক পত্রিকা সম্পাদনার সূত্রেই সাহিত্যের নানা ধারায় লিখেছেন। বাংলায় প্রথম গীতিনাট্যের (বসন্ত উৎসব) রচয়িতা স্বর্ণকুমারী, পরবর্তীতে অনুজ রবীন্দ্রনাথ এই ধারাটি গ্রহণ করেছিলেন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.