লেখক, গবেষক, সংগঠক। উপনিবেশপূর্ব সময়ের সমাজ অর্থনীতিতে কারিগরদের ইতিহাসের খোঁজে সর্বক্ষণের কর্মী। হকার, কারিগর সংগঠনের সঙ্গে যুক্ত আছেন প্রায় তিন দশক। বাংলায় পরম্পরার উৎপাদন বিক্রেতাদের বিষয়ে লিখেছেন নিরন্তর। কারিগর অর্থনৈতিক ব্যবস্থা বিষয়ে একটা ধারণা তৈরি করার চেষ্টায় আছেন। বাংলার উপনিবেশপূর্ব সময়ের পরম্পরার চাষী-হকার-কারিগর-ব্যবস্থা বিষয়ে খোঁজ করছেন। দেশীয় উৎপাদন ব্যবস্থা ছাড়াও দেশীয় প্রযুক্তি বিষয়ে আগ্রহ রয়েছে। বাংলা আকাদেমি পুরষ্কার পাওয়া ‘পরম’ পত্রিকা সম্পাদনা করেছেন। অড্রে ট্রুস্কের আওরঙ্গজেব, ম্যান এন্ড দ্য মিথ, স্বেন বেকার্ট এম্পায়ার অব কটন, যদুনাথ সরকারের মুঘল এডমিনিস্ট্রেসন, আহকমই আলমগিরি, স্বেন বেকার্টের এম্পায়ার অব কটন অনুবাদ করেছেন। পলাশীপূর্বের বাংলার ৫০ বছর, পলাশীপূর্বের বাংলার বাণিজ্য, ব্রিটিশ ভারতে রাষ্ট্র এবং দেশীয় চিকিৎসা ব্যবস্থা, শাহজাহানের ব্রাহ্মণ সচিব চন্দ্ররভান ব্রাহ্মণ, সুলতানি এবং মুঘল যুগে গ্রন্থাগার চারটি মৌলিক পুস্তকের রচয়িতা; শেষ তিনটি বাংলাদেশ থেকে প্রকাশিত। তাছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বারনার্ড কোহনের কলোনিয়ালিজম এন্ড ইটস ফর্মস অব নলেজের অনুবাদ সাম্রাজ্যের মন ও মান। অন্যতম দীর্ঘকালীন উদ্দেশ্য বড় বাংলার চাষী হকার কারিগরদের ইতিহাস লেখা।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.