সুলেখক দীনেন্দ্রকুমার রায় (২৬ আগস্ট, ১৮৬৯-২৭ জুন, ১৯৪৩) আদতে নদীয়ার মানুষ। হাই স্কুলের পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হলেও কলেজের পাঠ সম্পূর্ণ না করে প্রথমে স্কুলের শিক্ষকতা পরে জেলা জজের অধীনে কাজ করেন। অরবিন্দ ঘোষের বাংলা শিক্ষক হয়ে দুবছর বরোদাতে কাটানোর পরে কলকাতায় ফিরে এসে প্রথমে সাপ্তাহিক বসুমতীর সহ-সম্পাদক ও পরে সম্পাদক হন। এই সময় তিনি নন্দন কানন পত্রিকারও সম্পাদক ছিলেন। নন্দন কানন সিরিজ বা রহস্য লহরী সিরিজ-এ ইংরেজী থেকে অনুবাদ করে বিখ্যাত গোয়েন্দা ব্লেককে তিনি বাংলার কিশোরদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দীনেন্দ্রকুমারের অমর সৃষ্টি গোয়েন্দা রবার্ট ব্লেক ও তাঁর সহকারী স্মিথ। আসলে এই গল্পগুলি স্যাক্সটন ব্লেকের অনুবাদ বা ভাবানুবাদ। দীনেন্দ্রকুমার ধার করেছিলেন জনপ্রিয় ব্রিটিশ সিরিজ শ্যাক্সটন ব্লেকের কাহিনি, যেগুলি প্রায় একশ বছর ধরে ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় ছিল। দীনেন্দ্রকুমার রায় নিজের ভাষায় বাঙালি পাঠকের মনের মতো করে সাজিয়েছেন কাহিনিগুলিকে। একটি দুটি নয়, এই সিরিজে মোট ২১৭টি উপন্যাস তিনি লিখেছিলেন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.