হানা ক্যাথেরিন ম্যুলেন্স
ইউরোপিয়ান খ্রিস্টান মিশনারি, শিক্ষাবিদ হানা ক্যাথেরিন মুলেন্স-এর (১৮২৬-১৮৬৩) জন্ম ব্রিটিশ অধিকৃত ভারতের চুঁচুড়ায়। এবং আমৃত্যু এদেশেই ধর্ম ও শিক্ষা প্রচারের কাজ করেছেন। জানা যায় হানা ক্যাথেরিনের পিতা লন্ডন মিশনারি সোসাইটির সুইস সদস্য রেভারেন্ড ফ্রাঁসোয়া লাক্রোয়া খ্রিস্টান ধর্ম প্রচার করতে ১৮২১ সালে চুঁচুড়ায় আসেন। এদেশে জন্ম এবং বড় হওয়ার সুবাদেই বাড়ির আয়া এবং অন্যান্য চাকর-বাকরদের কাছ থেকে বাংলা ভাষা শেখেন হানা। এবং মাত্র বারো বছর বয়সে ভবানীপুর মিশনের স্কুলে দেশি খ্রিস্টান ছেলেমেয়েদের বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দেন। ক্যালকাটা ক্রিশ্চিয়ান ট্রাক্ট অ্যান্ড বুক সোসাইটি থেকে ১৮৫২ হানা ক্যাথেরিন রচিত ‘ফুলমণি ও করুণার বিবরণ’ শীর্ষক পুস্তকটি প্রকাশিত হয়। নানা বিতর্ক সহ বহু গবেষক এই গ্রন্থটিকে বাংলায় রচিত প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গ্রন্থটির রচনার উদ্দেশ্য খ্রিস্টান নীতিবোধ ও ধর্মীয় চেতনার প্রচার। পরে এই গ্রন্থ বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত হয় এবং খ্রিস্টান স্কুল পাঠ্যরূপে গৃহীত হয়। ‘ফুলমণি ও করুণার বিবরণ’ ছাড়াও হানা ক্যাথেরিন ‘দ্য মিশনারি অন দ্য গ্যাঞ্জেস অর হোয়াট ইজ ক্রিশ্চানিটি’ এবং ‘লাইফ বাই দ্য গ্যাঞ্জেস, অর, ফেইথ অ্যাণ্ড ভিক্টরি’ নামক আরো দুটি গ্রন্থ রচনা করেন।