হেমলতা দেবী
ব্রাহ্মসমাজের বিশিষ্ট নেতা শিবনাথ শাস্ত্রীর প্রথম সন্তান হেমলতার জন্ম ১৮৬৮ খ্রীষ্টাব্দের ২৪শে জুন (১১ই আষাঢ়, ১২৬২ বঙ্গাব্দ) দক্ষিণ ২৪ পরগনার মজিলপুর গ্রামে। হেমলতার মা ছিলেন শিবনাথের দ্বিতীয়া পত্নী বর্ধমান জেলার দেপুর গ্রামের অভয়াচরণ চক্রবর্তীর জ্যেষ্ঠা কন্যা বিরাজমোহিনী।
হেমলতার স্বামী ছিলেন ডাঃ বিপিনবিহারী সরকার। স্বামীর কর্মস্থল নেপালে গিয়ে কিছুদিন বসবাস করেন তিনি। এ সময়ে তার গ্রন্থ ‘নেপালে বঙ্গনারী’ প্রকাশিত হয়। দু’জন ব্রাহ্ম মহিলার সাহায্য নিয়ে দার্জ্জিলিং-এ ‘মহারাণী গার্লস হাইস্কুল’ প্রতিষ্ঠা করেন হেমলতা। তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম নির্বাচিত মহিলা সদস্যা। তার রচিত অন্যান্য গ্রন্থ: ‘ভারতবর্ষের ইতিহাস’ (পাঠ্যপুস্তক, ১৩০৫); ‘সমাজ বা দেশাচার’ (নাটক, ১৩২২); ‘নব পদ্যলতিকা’ (কবিতাগ্রন্থ, ১৩২২); ‘আচার্য শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত’; ‘দুনিয়ার ছেলে’; ‘তিব্বতে তিন বছর’ ইত্যাদি। কিছুদিন শিবনাথ শাস্ত্রীর প্রকাশিত ‘মুকুল’ পত্রিকাও সম্পাদনা করেছেন। বিজ্ঞানী বিজলিবিহারী সরকার তার পুত্র। ১৯৪৩ খ্রীষ্টাব্দের ১২ই মে হেমলতার মৃত্যু হয়।