১৮১২ খ্রিস্টাব্দের ৯ মার্চ (২৫ ফাল্গুন ১২১৮) উত্তর চব্বিশ পরগণার কাঞ্চনপল্লী বা কাঁচড়াপাড়ায় ঈশ্বরচন্দ্রের জন্ম। ঈশ্বরচন্দ্র পাঠশালায় বা স্কুলে নিয়মিত পড়াশোনার সুযোগ পাননি। তবে কলকাতায় আসার পর কাশীনাথ তর্কালঙ্কারের টোলে কিছুদিন সংস্কৃত পড়েন পরে ফারসি ভাষাও কিছুটা শিখেছিলেন। পত্রিকা প্রকাশের পরে নিজের চেষ্টায় ইংরেজিও শিখেছিলেন। কলকাতায় অবস্থানকালে পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুরের পৌত্র যোগেন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব, যোগেন্দ্রমোহনের সাহায্যে ১৮৩১ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর নামে সাপ্তাহিকপত্র প্রকাশ করেন। মাত্র উনিশ বছর বয়সে ঈশ্বরচন্দ্রের সাংবাদিক-জীবনের সূচনা। তবে যোগেন্দ্রমোহনের মৃত্যুর পর সংবাদ প্রভাকর পত্রিকার প্রকাশ সাময়িকভাবে বন্ধ থাকে। সংবাদ প্রভাকর পুনঃপ্রকাশিত হয়, প্রথমে বারত্রয়িক রূপে (১০ আগস্ট ১৮৩৬), পরে দৈনিক পত্ররূপে (১৪ জুন ১৮৩৯)। ১৮৫৩ সাল থেকে মাস-পয়লায় মাসিক সংস্করণ প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র সম্পাদিত অন্যান্য সাময়িকপত্ৰ: সংবাদ-রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন। ঈশ্বরচন্দ্র রচিত গ্রন্থ— কালীকীর্তন (১৮৩৩)। কবিবর ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনবৃত্তান্ত (১৮৫৫)। প্রবোধপ্রভাকর (১৮৫৮)। হিতপ্রভাকর (১৮৬১)। মহাকবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয়ের বিরচিত কবিতাবলীর সারসংগ্রহ (১৮৬২)। বোধেন্দুবিকাস (১৮৬৩)। সত্যনারায়ণের ব্রতকথা (১৯১৩)।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.