দ্বিভাষিকা লেখিকা, কানাডা নিবাসী, কাবেরী দত্ত চট্টোপাধ্যায় ভারত ও কানাডার লেখক/সাংবাদিক ও বিভিন্ন সংস্থার উদ্যোক্তা। ‘দ্য টেলিগ্রাফ’, ‘হিন্দুস্থান টাইমস’ এবং ক্যানাডার কয়েকটা পত্রিকায় উচ্চপদস্থ সাংবাদিক এবং সম্পাদক হিসেবে চাকরি করেছেন। তিনি স্বাধীন উদ্যোগে বিভিন্ন সংস্থা স্থাপন করছেন ক্যানাডায়, যেমন ‘ফাইনালড্রাফট’ নামে একটি প্রকাশনা (২০১২), অনলাইন ডিজাইনার ম্যাগাজিন, ‘সিট্রাস’ (২০১৪), এবং (২০১৬) ‘দ্য হ্যাংলা’ নামক এক বাংলা রেস্তোঁরা । ইদানিং ‘ফ্রন্টলাইন এন্ড চায়’ নামক ইউটিউব চ্যানেলে পডকাস্ট হোস্ট করছেন। কাবেরী বেশ কয়েকটা বই লিখেছেন ইংরাজিতে এবং বাংলায়; এবং কয়েক হাজার লেখা লিখেছেন বিভিন্ন সংবাদপত্রে আর নিজস্ব ব্লগে। কাবেরীর ইংরেজি উপন্যাস, ‘Neil Must Die’ ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত এবং ২০১৩ সালে ভারতবর্ষে পুনঃপ্রকাশিত হয়। সে সময় এই বইটি পাঠকের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। গুডরীডস-এ বইটি বহুবার উল্লিখিত হয়। কাবেরীর সাম্প্রতিক গবেষণামূলক ইংরাজি বই, ‘WTF! I Found God’ রীতিমত হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটে। তাঁর অন্যান্য বই, ইংরেজিতে ‘উইফ অফ টেম্পেস্ট’, ‘তিতির অ্যান্ড আদার টেলস’, বাংলা গল্পগুচ্ছ, ‘ঝড়ের মুখোমুখি’ এবং কবিতার বই, ‘গভীরে যাও’ পাঠকের মন ছুঁয়েছে। ছোট গল্পে লেখার আশ্চর্য ক্ষমতা কাবেরীর, যার জন্য ২০০৮ সালে তার ছোটো গল্প, ‘I Do Not Love Her’ (‘উইফ্ অফ্ টেম্পেস্ট্’ এ অন্তর্ভুক্ত) Oxford-Telegraph Short Story Contest পুরষ্কারে সম্মানিত হয়েছিল। ২০০৮ সালে কাবেরীর লেখা স্ক্রিপ্ট এবং নভেলা অবলম্বনে, ঋতুপর্ণা-সাহেব-টোটা অভিনীত বিখ্যাত বাংলা সিনেমা, ‘Mon Amour…শেষের কবিতা Revisited’ বানানো হয়, যেটি যথেষ্ট জনপ্রিয় হয়। ‘হা কৃষ্ণ’ লেখিকার একটি ব্যঙ্গধর্মী প্রবন্ধ রচনার সঙ্কলন। এটি তাঁর সপ্তম বই, এবং তৃতীয় বাংলা বই।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.