কেতাকাদাস ক্ষেমানন্দ
সুকুমার সেনের মতে জাতিতে কায়স্থ (মতান্তরে মণ্ডল পদবী ধারী কোনো জাতির অন্তর্ভুক্ত) ক্ষেমানন্দ ছিলেন রাঢ় বঙ্গের কবি। নিবাস ছিল ‘কাঁথরা’ গ্রামে। অনুমিত সপ্তদশ শতকের মধ্যভাগে তিনি ‘মনসার ভাসান’ কাব্যটি রচনা করেন। বাংলায় মনসাকে নিয়ে মঙ্গলকাব্য যাঁরা লিখেছিলেন কেতাকাদাস ক্ষেমানন্দের কাব্যটি তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয়। কবির আসল নাম ক্ষেমানন্দ (ক্ষমানন্দও হতে পারে)। কেতকাদাস তাঁর পরিচয়জ্ঞাপক বিশেষণ। ক্ষেমানন্দের মতে “কিয়া পাতে জন্ম হৈল কেতকা সুন্দরী।” তাই তাঁর মতে মনসা হলেন কেতকা, আর ভণিতায় তিনি নিজেকে কেতকার দাস ‘কেতকাদাস’ বলে উল্লেখ করেছেন। কবির নাম নিয়েও রয়েছে বিতর্ক। দীনেশচন্দ্র সেনের মতে, কেতকাদাস এবং ক্ষেমানন্দ দুইজন পৃথক ব্যক্তি। অন্যদিকে সুকুমার সেনের মতে, কবির আসল নাম কেতকাদাস এবং ক্ষেমানন্দ তাঁর উপাধি। তবে কবির প্রকৃত নাম যে ক্ষেমানন্দ তা নিয়ে অনেক ঐতিহাসিক একমত।