পার্থ প্রতিম মৈত্র কলকাতায় থাকেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ও প্রথমত আসামের বরাক উপত্যকার বদরপুরের মানুষ। পরিচয়- সিনেমা অ্যাক্টিভিস্ট। আসাম চুক্তি নিয়ে তাঁর (ও আরও কয়েকজনের) ছবি আশরাফ আলীর স্বদেশ। টেলিভিশনে কাজ করেছেন, একই সঙ্গে সহভাগী সিনেমা প্রকল্পে ডেকে নিতে চেয়েছেন চেনা-অচেনা সকলকে। রাজনৈতিক চিন্তনের জগতে অ্যানার্কিস্ট, সিনেমাকে বহুজনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা তাঁর মূলত অসফল স্বপ্ন। যে কোনো স্বপ্নচারীর মতই তিনি কবিতাও লেখেন। জীবিকার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ইসরোর যৌথ উদ্যোগে নির্মিত, ডেভেলপমেন্ট কমিউনিকেশন চ্যানেল “লোকশিক্ষা সঞ্চার” এর চিফ প্রোডিউসার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অডিও-ভিজুয়াল প্রোগ্রাম কনসালট্যান্ট হিসেবে কর্মরত থেকেছেন প্রায় সতেরো বছর। ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ফ্যাকাল্টি ছিলেন নিফট-এর মত সংস্থায়। যে সব সিনেমা পরিচালনা ও নির্মাণের সঙ্গে যুক্ত থেকেছেন: কাইনেটিকা, ইংল্যান্ড-এর দিন শুরু, রূপকলা কেন্দ্রের সুন্দরবনের ভাঙ্গা বাঁধ, ইন্ডিয়ান নেভির অগ্রণী, বদরপুরে প্রজন্ম, নো-ম্যানস-ল্যান্ড।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.