রাজনারায়ণ বসু (১৮২৬-১৮৯৯) উনিশ শতকের বাঙালি চিন্তাবিদদের অন্যতম। তিনি ধর্মতত্ত্ব নিয়ে অনুসন্ধানী এক চিন্তক ছিলেন। ব্রাহ্মধর্ম গ্রহণ করার জন্য তিনি নিজ এলাকা থেকে নির্বাসিত হন। ১৮৬৫ সালে তিনি ‘ব্রাহ্মসাধন’ লিখছেন, ১৮৭৫ সালে লিখছেন ‘ব্রাহ্মধর্মের উচ্চ আদর্শ ও আমাদিগের আধ্যাত্মিক অভাব’, ১৮৮৭ সালে লিখছেন ‘বৃদ্ধ হিন্দুর আশা’। উনিশ শতকের পাঁচেক দশকে বিধবাবিবাহকে উৎসাহ দিচ্ছেন, ছয়ের দশকে মদ্যপানের বিরুদ্ধে জনমত ঐক্যবদ্ধ করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি উপনিষদ যেমন ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন, তেমনই মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ও অনুবাদ করেছেন ইংরেজি ভাষায়।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.