সত্যেন্দ্রনাথ দত্ত
বিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত (ফেব্রুয়ারি ১১, ১৮৮২-জুন ২৫, ১৯২২)। প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল দ্বারা প্রভাবিত হলেও পরবর্তীকালে হয়ে উঠেছিলেন স্বতন্ত্র কাব্য প্রতিভার অধিকারী। ছিলেন ‘ভারতী’ পত্রিকাগোষ্ঠীর অন্যতম প্রধান কবি। তাঁর হাতেই বাংলা শব্দের সঙ্গে আরবি-ফার্সি শব্দের ব্যবহারে বৃদ্ধি পায় বাংলা কাব্যভাষার শক্তি। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। ১৯১৮ সালে ‘ভারতী’তে প্রকাশিত ‘ছন্দ-সরস্বতী’ যার প্রকৃষ্ট প্রমান। আরবি-ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি এবং ফরাসি ভাষার বহু কবিতা অনুবাদ করে বাংলাসাহিত্যের সঙ্গে বিশ্বসাহিত্যের যোগাযোগ ঘটানোও তাঁর অন্যতম কীর্তি। নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর প্রভৃতি ছদ্মনামে লিখেছেন বহু কবিতা। দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্যচেতনা, শক্তিসাধনা প্রভৃতি বিচিত্র বিষয় ছিল তাঁর কাব্যের উপাদান। ‘হোম শিখা’, ‘ফুলের ফসল’, ‘কুহু ও কেকা’, ‘তীর্থরেণু’ প্রভৃতির স্রষ্টা ‘ছন্দের জাদুকর’ সত্যেন্দ্রনাথের কাব্য প্রবাহ থেমে যায় মাত্র চল্লিশ বছর বয়সে।