অমৃতলোক ৮৫ নং সংখ্যাটি প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। গত সহস্রাব্দের শেষ বছরে, বরাকের ভাষা আন্দোলন নিয়ে খুব বেশি মানুষজন উৎসাহী ছিলেন না। সে সময়ে এই সংখ্যাটি নিবেদিত হয়েছিল উনিশে মে-র ভাষাশহিদদের উদ্দেশে, এ বড় কম কথা নয়। কিন্তু এ সংখ্যা বরাকের ভাষা আন্দোলন নিয়ে নয়, সংখ্যাটি বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে। তপোধীর ভট্টাচার্যের অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধ দিয়ে সংখ্যাটি শুরু হচ্ছে। রয়েছে অভিধানবিদ সুভাষ ভট্টাচার্যের প্রবন্ধ। আবুল বাশার নিজের উপন্যাস রাজাবলি-র ভাষা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন যেমন, তেমন রবীন্দ্রনাথ কেমন ব্যাকরণ লিখতে চেয়েছিলেন, সে কথা পাঠককে জানিয়েছেন পবিত্র সরকার। বেশ কিছু গুরুত্বপূর্ণ গল্প-কবিতা এতে সংকলিত হয়েছে। এই সংখ্যাটির জন্য অমৃতলোকের পুরনো সংখ্যার হকদার গৌরীশংকর বাবু ও সায়ন বর্মণের কাছে আমরা কৃতজ্ঞ।
বিস্তারিত প্রতিক্রিয়া