‘বউ’ মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম গল্প সংকলন এবং একাদশতম মুদ্রিত গ্রন্থ। দোকানির বউ, কেরানীর বউ, সাহিত্যিকের বউ, পূজারির বউ, প্রৌঢ়ের বউ, অন্ধের বউ, সর্ববিদ্যাবিশারদের বউ, কুষ্ঠরোগীর বউ প্রত্যেকেই আমাদের মধ্যবিত্ত ঘরের দেখা-জানা নারীর প্রতিমূর্তি। বিচিত্র এই নারীদের মানসিকতাও আশ্চর্যরকমের স্বতন্ত্র। তাদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার প্রত্যাশাও বিচিত্র। কেরানি রাসবিহারীর বউ সরসী স্বামীর সোহাগে গরবিনী নারী। অমলা তার সাহিত্যিক স্বামী সূর্যকান্তের মধ্যে তার কাঙ্ক্ষিত চরিত্র খুঁজে পায় না। অমলার বিশাল প্রত্যাশার রূপান্তর ঘটে নৈরাশ্যে। স্বামীর অবহেলায় নির্মম আত্মপীড়নে হিষ্টিরিয়া আক্রান্ত অমলার করুণ পরিণতি মধ্যবিত্ত সংসারে পুরুষের আচরণের নগ্নরূপ। বিপত্নীক রমেশের বউ প্রতিমাও অমলার মতোই স্বামীর সংসারে পূর্বপরিকল্পিত আবেগ-অনুভূতির মিল না পেয়ে এক ধরনের মানসিক অস্বস্তিতে ভোগে। কুষ্ঠরোগীর বউ মহাশ্বেতা সর্বাধিক বেদনাদায়ক বাস্তবতার শিকার। কুষ্ঠ আক্রান্ত যতীন ক্রমশ বিকারগ্রস্ত হয়ে পড়ছে, স্ত্রী মহাশ্বেতাকে সন্দেহ করে, নিজের রোগ মহাশ্বেতার শরীরে ছড়িয়ে দেবার হিংসাত্মক প্রচেষ্টা চালায়। শেষ পর্যন্ত কুষ্ঠরোগীর বউ হিসেবে কুষ্ঠরোগীদের সেবার ব্রত নিয়ে বাড়িতে কুষ্ঠরোগীদের আশ্রম খোলে।
‘বউ’ গল্পগ্রন্থের প্রত্যেক বউ-ই আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম করেছে নিজের নিজের অবস্থান থেকে। ভেতরে-বাইরে নানান জটিল সংঘাতের মুখোমুখি বউরা নিজের আত্মমর্যাদা, ব্যক্তিস্বাতন্ত্র্যকে ম্লান হতে দেয়নি পিতৃতান্ত্রিক সমাজের নিয়মনীতিরকাছে। বউ গল্প সংকলনে নারী-পুরুষের দাম্পত্য জীবনের বিচিত্র বেদনা-মধুর অনুভূতির চমৎকার মনোস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় ।
দারুণ
একজন নারী হিসাবে ,বইটি পড়ে আমি মুগ্ধ ❤️, এবং বইটি পড়তে পেরে আপ্লুত বোধ করছি।
দৈনন্দিন জীবনে নারীরা যে কতো লড়াই করে চলেছে এবং তাদেরকে যোগ্য সম্মান যে দেওয়া হয়না সেটা আমাদের অজানা নয়। লেখক নারীশক্তি কে যেভাবে উপস্থাপিত করেছেন এই পিতৃতান্ত্রিক সমাজে তা সত্যিই প্রশংসনীয়।
গল্প টা ভালো
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া