ঘোরতর কমিউনিস্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ প্রকাশ হওয়া মাত্রই বিতর্কে জড়িয়ে পড়লেন লেখক। ‘চতুষ্কোণ’ উপন্যাসটির বিষয়বস্তু অনেকে গ্রহণ করতে পারেননি। মানিক বিরোধীরা বলতে লাগলেন, মানিকের গল্প-উপন্যাসের যেহেতু বাজার নেই, সেই কারণে যৌনতার মাল-মসলা দিয়ে বাজার ফেরানোর চেষ্টা করছেন। সমালোচকদের ধারণা যে, কমিউনিস্ট হলেও ‘চতুষ্কোণ’-এর মতো উপন্যাস লেখা একেবারে গর্হিত কাজ।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার বিষয়বস্তু সূক্ষ্ম মনস্তত্ত্বের পথে চলে। শরীর হয়ে মনের তল খোঁজার দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে উত্তরণের জটিল মনস্তত্ত্ব ঘুরে ফিরে আসে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায়।
‘চতুষ্কোণ’-এর গল্প আবর্তিত হয়েছে মফস্বল শহরের শিক্ষিত যুবক রাজকুমারকে কেন্দ্র করে। বিভিন্ন সূত্রে পরিচিত চার নারী- রিণি, মালতী, সরসী এবং কালি সুদর্শন রাজকুমারের প্রেমে পড়ে। এদের একেকজনের ভালবাসার বহিঃপ্রকাশ একেক রকমের। দ্বিধান্বিত রাজকুমার… বুঝতে চায় কোন মানসিক জৈবিক তাড়নায় একজন মানুষ অন্যজনের প্রতি ভালোবাসা অনুভব করে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া