কুমারের ঠাকুরদাদার মৃত্যুর পর, তাঁর লোহার সিন্দুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট বাক্স পাওয়া গেল যার ভিতরে পাওয়া গেল শুধু একটি মড়ার খুলি আর সংকেত লেখা একটি পকেট-বুক...! এই পকেট-বুকে রয়েছে এক প্রাচীন গুপ্তধনের সন্ধান। এই যকের ধনের খোঁজে বিমল ও কুমার পারি জমায় আসামের খাসিয়া পাহাড়ের উদ্দেশ্যে। হেমেন্দ্রকুমার রায় রচিত বিমল-কুমার জুটির রোমাঞ্চকর অভিযান ‘যকের ধন’ ১৯২৩ সালে প্রকাশিত হয়। গুপ্তধন খোঁজার এই রোমাঞ্চকর অভিযানে বিমল ও কুমারের সঙ্গী হয় বাহাদুর কুকুর বাঘা আর চাকর রামহরি। আর এই গুপ্তধনের লোভে তাদের পিছু নিলো করালী মুখুয্যে ও তার গুণ্ডা দল, গুপ্তধনের জন্য যাদের খুন করতেও হাত কাঁপে না।
বিস্তারিত প্রতিক্রিয়া