লেখক: বল্লরী সেন
প্রকাশক: কেতাব-ই
গিরীন্দ্রমোহিনী দাসী, গীতা চট্টোপাধ্যায়, কবিতা সিংহ, অনুরাধা মহাপাত্র— চারজনের কবিতায় নির্দিষ্ট ও অনির্দিষ্ট নারীস্বর চিহ্নিতকরণ করেছেন বল্লরী সেন। বিশ্লেষণী প্রবন্ধসমূহের মধ্যে একই সঙ্গে ফাঁক বুজিয়েছে ও ফাঁক বাড়িয়েছে বল্লরীর সেইসব গদ্য, যারা তেমন গাছের পাতার মত, যার বেশি কাছে গেলে অঙ্গ কেটে যায়, মানুষের।
ধারাপ্রতিম গদ্যের মধ্যে যে সব চিন্তনপ্রক্রিয়া লুকিয়ে থাকে, সাধারণত তা পৃথকভাবে চোখে পড়ে না। বল্লরী সেন-এর টুকরোটুকরা মুক্তগদ্য সেরকমই। অন্যদিকে, তিনিই যখন স্পষ্ট উচ্চারণে ভাষ্য দেন নারী কবিদের নিয়ে, কবিতার পংক্তি ছেনে এনে দেখান তার অভ্যন্তরস্থ রাজনীতি, তখন ভিন্ন এক জগৎ উন্মোচিত হয়, এতদিনের পড়া-না-পড়া কবিতাসমূহ নতুন অর্থজগতে প্রবেশ করে। সেই জগৎ-এ, সেই আলোকময়তায় বল্লরীর মুক্তগদ্য প্রথম/সাদামাঠা পাঠের বাইরে চলে যায়, বিয়ন্ড-এ। এ বই, বই হিসেবে উপচে পড়া অর্থের বই। অর্থ, এ বইয়ে উৎপাদিত হয়। হচ্ছে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া