preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
আমি কে! ও অন্যান্য কবিতা
কবিতা

আমি কে! ও অন্যান্য কবিতা

প্রকাশিত হল সৃশর্মিষ্ঠার গুচ্ছ কবিতা— ‘আমি কে! ও অন্যান্য কবিতা’। নাম কবিতা সহ রয়েছে ‘যন্ত্রণার দিনে’, ‘অ্যাসাইলাম’, ‘ছিন্ন পাল’, এবং ‘সংঘাত’— এই চারটি কবিতা।

আমি কে!

প্রতিবন্ধকের সাদা-কালো চরিত জীবন প্লেটোনিক রং চেনে। স্বপ্ন দেখায়। স্বপ্ন নয়, ঘুম জরুরি। আমাকে আলস্য দাও। নয়তো জীবন মিনিংফুল হয়ে যাবে। সকল দৃশ্য বা শব্দের মানে কি আদৌ যথাযথ হয়? চুম্বন মানেই সম্পর্কের মিষ্টতা নয়। দু-টি চুম্বনরত মানুষের থুতুতে ঘৃণার আদান-প্রদানের সম্ভাবনা উড়িয়ে দিতে পারো না। আয়না তোমাকে প্রিয় শরীরের আরেকটি নড়াচড়া স্কেচ দেয়। কাচ নষ্ট হলে নস্টালজিক দেহের মৃত্যু। পৃথিবীতে প্রতিদিন মানুষ যোগ হয় ... জন্ম। হঠাৎ এক-একদিন এক-একজন বাদ পড়ে যায়... মৃত্যু। আমার এ-জন্মের নামটা ঠিক কার? বলতে পারো!

যন্ত্রণার দিনে

নারীর হাতে ঝান্ডুবামের শিশি দেখলে ঊরুর উপরের দিকে ব্যথা বাড়ে। যন্ত্রণাময় বার্ধক্যে হাড়মাংসের সাথে রক্তের ঢলানি জমে বেশি।  বিহ্বলতায় ভোগে সংসার।  জন্মায় অপরাধী উত্তরপুরুষ। যারা বই উলটে পড়ে। ফুল কুচিকুচি করে চিবোয়। এমন আয়নাভাঙা আত্মদর্শনে অন্ধ শিশুর আঁধারে মরে যায় নদী। পৃথিবীর বিবর্ণ বর্ষায় জ্বরগ্রস্ত সরীসৃপের খোলস বেসুরের মুড়কির মতো গুটিয়ে থাকে অপ্রাপ্তবয়স্ক আষাঢ়ে। চুমু খেতে খেতে কীভাবে রক্ত চুষে নিতে হয়, তোমাকে শেখাব এই শ্রাবণে।

অ্যাসাইলাম

এখানে সবাই আজব
বিভ্রম আঁকড়ে বাঁচে

আর বিভ্রম!
নিজেকে কাদায় আটকানো
মাছ ভেবে খাবি খায়

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

ছিন্ন পাল

আয়ু সম্ভবত আকুলিবিকুলি অস্পষ্ট বোধ
বাঁচতে বাঁচতে ক্রমহ্রাসমান উজ্জ্বল এক সঞ্চয়
থেমে যায় শ্মশানে বা কবরে

অজান্তে এগিয়ে যায় শরীর

আমি যাচ্ছি না
আমার দেহটি হেঁটে যায়
একা

সব দেখছি
পৃথিবীর বাইরে থেকে, উবু হয়ে বসে

সংঘাত

চুম্বন বুঝি বর্ষারাতের মতো দীর্ঘজীবি
জুঁইকামিনীর দাবিতে জল জলকে চায়।
হ্যারিকেনের আলো থেমে যায় যেখানে
সেখানেই শুরু হয় মহীনের ঘোড়াদের ফুরিয়ে যাওয়া
চোয়ালে হাত দিয়ে দেখি
ভয় পেয়েছি আমি
মৃত্যু! সে অন্ধকারের বেড়াল বৃত্তান্ত
অপার্থিবের সমুখে আমরা প্রকৃত সরল
আলোর ভেতর দিয়ে আমাকেই যেতে হবে একা
চিরুনির মতো
পথে আছে একান্ত বীথির প্রলাপ
আছে তারকাঁটা
চেনা গাছের অচেনা ছায়ার কোলাহলের ভিড়ে
আমার নীরবতা আমারই আঙুল ধরার চেষ্টা করে


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

ডঃ বিশ্বজিৎ বাউনা

5 দিন আগে

'ছিন্ন পাল' আর 'সংঘাত' লেখা দুটি খুব ভালো লাগলো। চিন্তার প্রতিফলনে ঋদ্ধ হলাম।


মন্তব্য করুন

লেখক

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পালটে যাওয়া রং লাগে কবিতায়।

অন্যান্য লেখা