812 জন ম্যাগাজিনটি পড়েছেন।
একটি ভিন্ন ধারার লাইফস্টাইল ম্যাগাজিন প্রকাশ করার ভাবনা থেকেই শুরু হল 'ট্রেন্ড'। এই প্রস্তুতি সংখ্যায় আমরা ধরতে চেয়েছি বাংলা ডিজিটাল কনটেন্ট এবং ইনফ্লুয়েন্সার ইকোসিস্টেমের নানা দিক। কিছু মৌলিক প্রবন্ধ এবং এই সময়ের এগারোজন উল্লেখযোগ্য কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের দীর্ঘ সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পডকাস্ট থেকে শুরু করে ফ্যাশন-ফুড-ট্রাভেল, কমেডি-স্যাটায়ার থেকে কোর্স এবং কেরিয়ারের দিকপরিবর্তনের অভিমুখটিকে সন্ধান করতে চেয়েছি আমরা। সঙ্গে থাকছে নিয়মিত সাহিত্য বিভাগ।
প্রস্তুতি সংখ্যায় পাঠকের প্রত্যাশা কতটা পূরণ করা সম্ভব হল আমরা জানি না, হয়তো বেশ কিছু ভুলভ্রান্তিও রয়ে গেল। তবে ভবিষ্যতে যাতে আমরা সেসব অতিক্রম করে এগিয়ে যেতে পারি, সেজন্য আপনার সুচিন্তিত মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পত্রিকাটি পড়ে এর ভালোমন্দ নিয়ে মতামত তো জানাবেনই, পাশাপাশি আমরা বিশেষভাবে আগ্রহী এরকম একটি পত্রিকার বিষয় এবং চরিত্র সম্বন্ধে আপনার প্রত্যাশার কথা জানতে ও বুঝতে। আমরা চাই এই পত্রিকার অভিমুখ তৈরি হোক আপনার সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে। তাই নির্দ্বিধায় যোগাযোগ করুন নিম্নলিখিত মেইলে বা হোয়াটসঅ্যাপে। আমরা অপেক্ষায়।
ই-মেইল: bestread.publications@gmail.com
হোয়াটসঅ্যাপ: +91 6291 538 319
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.