অসীমকুমার মুখোপাধ্যায়
২০১০ সালে রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত এ বইটির লেখক অসীমকুমার মুখোপাধ্যায়ের বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধাদি দুই ভাষায় বিস্তৃত। ইতোমধ্যে তাঁর বিজ্ঞান সম্পর্কিত ইংরেজি বইয়ের সংখ্যা তিন, বাংলায় আপাতত দুই। শীঘ্রই প্রকাশ পাবে অবলা বসুকে নিয়ে তাঁর আরও একটি গ্রন্থ। ১৯৬৩ সালে হাওড়ায় জন্মেছিলেন, পড়াশোনা স্থানীয় বিদ্যালয়ে শুরু, পরবর্তীকালে গণ্ডি অতিক্রম করেছেন অনেক। শুধু বিজ্ঞান-বিজ্ঞানী সম্পর্কিত প্রবন্ধেই সীমিত নয়, তাঁর লেখনী সক্রিয় কাব্যপংক্তিমালাতেও।