ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৯১-১৯৫২) অর্থাভাবে প্রথাগত উচ্চশিক্ষা লাভ করতে পারেননি। দীর্ঘদিন তাঁর চলেছে স্টেনেগ্রাফার ও টাইপিস্ট হিসেবে কাজ করে। তাঁর আগ্রহ ও উদ্যম তাঁকে ইতিহাসচর্চার মধ্যে নিয়ে ফেলে, তিনি যদুনাথ সরকারের কাছে বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার পদ্ধতি ও প্রকরণ শেখেন। ‘সাহিত্য সাধক চরিতমালা’, দু খণ্ডে ‘সংবাদপত্রে সেকালের কথা’, ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’, দু খণ্ডে ‘বাংলা সাময়িক-পত্র’, এবং ১৮৯৩ খ্রিস্টাব্দ হতে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘সময়ের পরিষৎ পরিচয়’ ইত্যাদি তাঁর গবেষণা গ্রন্থ। তাঁর উপকরণ সংগ্রহে ও তথ্য সমাবেশে বঙ্গ-সংস্কৃতি, সমাজ ও সাহিত্যে নবজাগরণের ধারাবাহিকতার ইতিহাস রচনার ভিত্তি রচিত হয়েছিল।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.