দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
বিদ্যালয়ে প্রবেশ বেশি বয়সে। প্রায় দশ তখন। এন্ট্রান্স পাস করার পরও, মন বসল পড়াশোনায়। চলে গেলেন আত্মীয়ার জমিদারি সামলাতে। আর বাবার গ্রন্থভাণ্ডার তাঁকে আকৃষ্ট করল সিলেবাসহীন পড়াশোনার বিপুল জগতে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৮৭৭-১৯৫৭) জমিদারির কাজ দেখার সুবাদে নানা কথা শুনতেন, তার মধ্যে ছিল বাংলার চলিত রূপকথাগুলিও। তিনি শুরু করলেন, সে রূপকথাগুলি সংকলিত করার কাজ। যে কাজ তিনি করে চলবেন জীবনভর। দক্ষিণারঞ্জন না থাকলে, বাংলা ভাষার রূপকথাগুলি ব্রিটিশদের চলিত ফোকলোরের আড়ালে হয়ত চাপাই পড়ে থাকত, চ্যাং ব্যাং বা মণিমালা কাঞ্চনমালাদের কাহিনি আমরা জানতেই পারতাম না।