হাসান মাহবুব
হাসান মাহবুব একজন বাংলাদেশি লেখক এবং ব্লগার। তাঁর লেখালেখির শুরু গীতিকবিতা লেখার চেষ্টার মাধ্যমে। তবে কালক্রমে সে পরিচয় বিস্মৃত হয়েছে। এখন তিনি গল্প এবং উপন্যাস লিখে থাকেন। এখনও পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা আটটি। এর মধ্যে গল্পগ্রন্থগুলি হলো, প্রবেশাধিকার সংরক্ষিত, আনন্দভ্রম, নরকের রাজপুত্র এবং জবাইঘর। উপন্যাস- মন্মথের মেলানকোলিয়া, ছহি রকেট সায়েন্স শিক্ষা, বেড়ালতমা এবং এসিড বৃক্ষের গান। জবাইঘর গল্পগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালে। কেতাব-ই সংস্করণে নতুন দুইটি গল্প সংযুক্ত হয়েছে।