কালীপ্রসন্ন বিদ্যারত্ন
কালীপ্রসন্ন জন্মেছিলেন বরিশালের উজিরপুর গ্রামে, ১৮৪৯ সালে, ভট্টাচার্য পরিবারে। তিনি ছিলেন সংস্কৃতের পণ্ডিত, অধ্যাপক। ১৯১০ থেকে ১৯১৮ পর্যন্ত তিনি কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯১১ সালে তিনি মহামহোপাধ্যায় খেতাবে ভূষিত হন। ১৯১৬ থেকে ১৯২৩ পর্যন্ত কালীপ্রসন্ন সংস্কৃত সাহিত্য পরিষদের সভাপতির কার্যভার সামলেছেন। ১৯১৮ থেকে তিনি টোল পরিদর্শকের কাজ করতেন। মহানির্বাণতন্ত্র, কালীতন্ত্র, শিব সংহিতাসহ বেশ কিছু সংস্কৃত ভাষায় রচিত পুরাণাদির তিনি ছিলেন অনুবাদক। ১৯৩০ সালে কালীপ্রসন্ন বিদ্যারত্নের প্রয়াণ ঘটে।