রামায়ণ ভারত সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বললে, সে নিয়ে দ্বিমত হবার অবকাশ কম। রামায়ণকে কীভাবে পাঠ করা হচ্ছে, কী চোখে দেখা হচ্ছে, সে নিয়ে বিস্তর বিতর্কের অবকাশ আছে, এবং তা চলমান। রামায়ণের ভাব-ভঙ্গি সাধারণ মানুষ থেকে লেখক-শিল্পী-কৃষ্টিকর্মী সকলকেই আকর্ষণ করে। তার অন্যতম উদাহরণ, রামায়ণের ঢঙটিকে বহু মানুষ অনুসরণ করেছেন, নিজেদের কৃষ্টিকর্মে। তাঁদেরই একজন কালীপ্রসন্ন বিদ্যারত্ন। ১৩১৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল বেল্লিক রামায়ণ। এ রামায়ণও সপ্তকাণ্ডের। রচকের ভাষায়—"সামাজিক রহস্যচ্ছলে একটী প্রকৃত ঘটনা অবলম্বন করিয়া এই গ্রন্থখানি বিরচিত হইল। সপ্ত কাণ্ডে ইহা সম্পূর্ণ — কাণ্ডে কাণ্ডে মধুর-রসপূর্ণ উপদেশগর্ভ উপাখ্যানে বর্ণিত হইয়াছে”।
বিস্তারিত প্রতিক্রিয়া