নীলাঞ্জন চট্টোপাধ্যায়
২১টি উপন্যাস ও প্রায় ২৫০টি গল্পের লেখক নীলাঞ্জন চট্টোপাধ্যায় পাঠকবর্গের কাছে পরিচিত নাম।। ইদানিং রহস্যকাহিনী রচনাতেও এই লেখক তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন। সাবলীল ভাষায় তিনি যেমন গল্প বলতে পারেন; তেমনই রহস্যের ঠাস বুনোট বানাতে পারেন। যা পাঠককে নান্দনিক তৃপ্তি দেয়।
লেখকের পেশাগত জীবনও বেশ বৈচিত্র্যপূর্ণ। দেখেছেন অনেক গ্রাম, অনেক শহর, অনেক মানুষ। পেশায় আই.এ.এস.; লেখক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদে আসীন।