প্রফুল্লচন্দ্র রায়
তুখোড় রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১-১৯৪৪)-এর প্রতিভা বহুমুখী। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলায় গবেষণার অনেক পথ খুলে দেন তিনি। ইউরোপে মন বসেনি, ভারতে ফিরে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। রসায়নের নানান বিষয় নিয়ে গবেষণা করে গেছেন নিয়মিত। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি বিভিন্নভাবে যুক্ত ছিলেন। চমৎকার বাগ্মী ছিলেন, ক্লাস নিতেন বাংলায়। দেশীয় ভেষজ নিয়েও গবেষণা করেন। শিক্ষার প্রসারে বিদ্যালয় ও কলেজও প্রতিষ্ঠা করেন।