প্রশান্ত চট্টোপাধ্যায়
এ কলকাতার মধ্যে যেমন আরেক কলকাতা আছে, তেমন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের মধ্যে আছে আশুতোষ শীল লেন, যে গলিতে কালধ্বনির ঠিকানা। এ পত্রিকার সম্পাদক প্রশান্ত চট্টোপাধ্যায় রসায়নশাস্ত্রের অধ্যাপনা, অন্যধারার নাট্যচর্চা, এসব করেছেন, কিন্তু কালধ্বনিই তাঁর প্রাণের টান বললে একটুও অত্যুক্তি হবে না। বয়স বা অসুস্থতা, কোনও ভারই প্রশান্ত চট্টোপাধ্যায়কে কালধ্বনিক্রিয়া থেকে নিরস্ত করতে পারেনি, আজও।