রোদ্দূর রায়
রোদ্দূর রায়, একজন ইউটিউবার। অন্তত, তাঁকে আমরা সে পরিচয়েই চিনি। তাঁর আদত নাম যে রোদ্দূর নয়, তা-ও অনেকেই জেনে ফেলেছেন। তিনি যে সুরে গান করেন, গানের ভাষার মধ্যে যেভাবে অপশব্দ প্রবেশ করিয়ে দেন, তাতে বহু মানুষ বিচলিত, বিরক্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। একই সঙ্গে এটাও ঘটনা যে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়। সব মিলিয়ে রোদ্দূর রায় কেবল একটি সময়ের বুদবুদমাত্র, নাকি তার অতিরিক্ত কিছু, সে কথা সময়ই বলবে।