শতাব্দী ভট্টাচার্য উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়ার জন্মগত অধিবাসী। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বটানিতে স্নাতক। অতি সাধারণ এক পরিবারের সদস্যা শতাব্দী চিরকালের সাহিত্যপ্রেমী এবং নিজ সাহিত্যসৃষ্টিতে উৎসাহী। বর্তমানে কন্টেন্ট এডিটর ও রাইটার হিসেবে কর্মরত এবং লেখক হিসেবে প্রতিষ্ঠালাভের চেষ্টায় ব্যাপৃত।