শক্তি চট্টোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম কবি। জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর, বর্তমান দক্ষিণ ২৪ পরগনায়। পরে তাঁর পরিবার কলকাতায় চলে আসেন। ছাত্রজীবনে অতি অল্প বয়সে তিনি বিপিএসএফ-এর সঙ্গে যুক্ত হন ও পরে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার জন্য ডিসকলেজিয়েট হন। চল্লিশটির বেশি একক কাব্যগ্রন্থ শুধু নয়, যৌথ কাব্যগ্রন্থ লিখেছেন, কবিতার অনুবাদ করেছেন, লিখেছেন উপন্যাস, ভ্রমণকাহিনি, গল্প। শক্তির গোটা জীবন বর্ণময় বটে, কিন্তু তাঁর লিখনময়তা তাঁকে কদাপি পরিত্যাগ করেনি।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.