কথামৃতের লিপিকার মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি শ্রীম নামেই সমধিক পরিচিত। মহেন্দ্রনাথ গুপ্ত বিভিন্ন স্কুলে এবং রিপন, সিটি প্রভৃতি কলেজে শিক্ষকতা করেছিলেন। ১৯৩২ সালে ৭৭ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে। রামকৃষ্ণের সঙ্গে শ্রীম-র পরিচয় ঘটে ১৮৮২ সালে। তাঁর বেশ কিছু ছাত্র রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন।