সৌমিত্র দস্তিদার, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক, ব্লগলেখক। ষাটের দশকে অগ্নিগর্ভ কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। আশৈশব বামপন্থী পরিবেশে বেড়ে ওঠা। বাবা হিরন্ময় ঘোষ ছিলেন প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা। ছোটকাকা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, জোছন দস্তিদার। বড়ো জ্যেঠু আবুল বাশার মহেশতলার তিনবারের এম এল এ। মামার বাড়িতেও চর্চা ছিল বামপন্থার। দিদিমা তিরিশের দশকের কবি, মনোরমা দেবী সরস্বতী খুলনার মহিলা আত্মরক্ষা সমিতির অন্যতম নেত্রী ছিলেন। রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধনে সৌমিত্রর বড়ো হওয়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। দু-দফার প্রামাণ্য তথ্যচিত্র বি এফ জে এ পুরস্কারপ্রাপ্ত ‘নাথিং অফিসিয়াল’(২০০২), ‘জেনোসাইড অ্যান্ড আফটার’(২০০৪), ‘মুসলমানের কথা’ ও ‘সীমান্ত আখ্যান’ বাংলার মুসলমান তথা সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তাঁর বিরল সৃজন ও নির্মাণগুলি তাঁকে গত দশবছরে নিপীড়িত, ব্রাত্য সমাজের পরম আপনজন করে তুলেছে। ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক অস্তিত্ব ও পক্ষপাতহীন মূল্যবোধের কারণে তিনি বাংলাদেশেও বিশেষভাবে সম্মানিত ও সমাদৃত।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.