সুভাষচন্দ্র বসু
ভারতের, ভারতবর্ষের ইতিহাসে সুভাষ চন্দ্র বসুর মত রহস্যনায়ক আর নেই। তাঁকে ঘিরে তৈরি হওয়া মিথের সমগ্রই একটি গ্রন্থ হতে পারে। ছাত্রজীবন থেকেই যে মিথ তৈরি হওয়ার উপাদান তিনি তৈরি করেছেন। এমন রহস্যপুরুষ, যাঁকে আত্মীকরণ করার জন্য সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুর দলগুলি আজও দক্ষযজ্ঞে শামিল। তিনি রয়ে যান তরুণের স্বপ্নে, বৃদ্ধের শোকে, মধ্যবয়সের হতাশায়। সুভাষ চন্দ্র বসু সম্ভবত ভারতের স্বাধীনতার ইতিহাসের একমাত্র আবেগপুরুষও বটে।