সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ অগাস্ট জন্মগ্রহণ করেন।তিনি সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী ছিলেন। স্বল্পায়ু সুকান্তর কবিতায় সে ভাবধারা প্রয়া প্রতি ছত্রে ফুটে উঠত। মূলত কবি হিসেবে পরিচিত হলেও তিনি প্রবন্ধ ও নাটকও রচনা করেছেন। কমিউনিস্ট পার্টির কর্মী সুকান্ত অল্প বয়সেই যক্ষ্মায় আক্রান্ত হন। সে রোগ তাঁকে আর ছাড়েনি। মাত্র ২১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।