তন্বী হালদার
তন্বী হালদার পেশায় সরকারি কর্মী। প্রথম প্রকাশিত উপন্যাস ‘জলাভূমি’র জন্য পেয়েছেন বাংলা আকাডেমি প্রদত্ত ‘সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার’ এবং ছোটগল্প সংকলন ‘মজুররত্ন’র জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আকাডেমি প্রদত্ত ‘সোমেন চন্দ স্মারক সম্মান’। এছাড়াও ‘সমর মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার’, ‘ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার’, ‘আরবিকা পদক’, ‘ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার’, ‘শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার’ ও ‘শৈবভারতী সাহিত্য পুরস্কার’-এ সম্মানিত। এ পর্যন্ত প্রকাশিত গল্প প্রায় ১৩৫টি, উপন্যাস ৮টি। স্বামীর বদলির চাকরির কারণে নিজেও বদলি নিয়েছেন কখনও পুরুলিয়া, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগণার বারাসাত বা বসিরহাট, আবার কখনও বা বীরভূম। স্বভাবতই তাঁর লেখার বিষয়বস্তু বিভিন্ন অঞ্চলের মানুষ।