তৃপ্তি সান্ত্রা
অখণ্ড ভারতবর্ষের রাজসাহি থেকে আগত সুরেশচন্দ্র সান্ত্রা ও বেলা সান্ত্রার ছোটো মেয়ে তৃপ্তির জন্ম ১৯৫৬ সালে মালদহে। ইংরাজি সাহিত্যের ছাত্রী। পেশায় শিক্ষিকা। ৪টি কবিতার বই, দুটি অনুবাদগ্রন্থ, দুটি উপন্যাস, একটি কলাম, চারটি গল্পগ্রন্থের বাইরে এই মুক্তগদ্য সংকলন স্ল্যাং নিয়ে। ছোটো-বড়ো দুই কাগজেই লেখেন। ২০০৩ সালে মঞ্জুষ দাশগুপ্ত নামাঙ্কিত কবিতা পাক্ষিক পুরস্কার, ২০০৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের ইলা চন্দ স্মৃতি পুরস্কার, ২০১৭ সালে গল্পমেলা পুরস্কার পেয়েছেন। শখ বই, গান, মানুষ আর বাংলার আশ্চর্য ভূগোল।