উৎস মানুষ সোসাইটি
উৎস মানুষ কী? সহজ ভাষায়, সাধারণ মানুষের জন্য; সত্যনিষ্ঠ এক পত্রিকা। ১৯৮০-তে যার জন্ম। প্রথম বছর নাম ছিল 'মানুষ'। ওই নামে টানা একবছর, অর্থাৎ ১২-টা সংখ্যা, বেরোবার পর ১৯৮১ জানুয়ারি থেকে উৎস মানুষ নামটা চালু হয়। আজ বাংলা পত্রিকা জগতে উৎস মানুষ এক অতি পরিচিত নাম। আমাদের প্রতিদিনকার জীবনের সমস্যা, জিজ্ঞাসা, অজ্ঞতা, বিভ্রান্তির পরিচিত বিষয় নিয়ে যদি কোনো পত্রিকা সাধারণের মনের কাছে পৌঁছোতে পারে তবে তার নাম 'উৎস মানুষ'। বর্তমানে চারপাশের অবিজ্ঞান, অমানবিকতা, রাজনৈতিক ভণ্ডামি, ধর্মীয় অন্ধতা, বুজরুকি, প্রতারণার মুখোশ যদি কোনো পত্রিকার পাতায় উন্মোচিত হয়, তবে তার নাম 'উৎস মানুষ'। মানুষের চেতনায় যুক্তি-বুদ্ধি-যাচাই-বিচারের দৃষ্টিভঙ্গি তৈরি করা, অন্ধ-বিশ্বাস ভেংএ আত্মবিশ্বাস হড়ে তোলার ব্রত নিয়ে আজও কাজ করে চলেছে উৎস মানুষ। ব্যবসায়িক ম্যাগাজিনে নয়, রাজনৈতিক বুলেটিন নয়, বিজ্ঞাপনের পণ্য নয় - কেবলমাত্র উন্নত জীবনমানের স্বপ্নে বিভোর এক আদর্শ প্রয়াস। আজকের স্বার্থসর্বস্ব একমুখী দুনিয়ায় এরকম প্রয়াস বেঁচে থাকা বড়ই আশ্চর্যের।