অনসূয়া মুখার্জি
সময়টা ষাটের দশকের শুরু বৃহত্তর কলকাতার ব্যারাকপুরে লেখিকা অনসূয়া মুখার্জির জন্ম। ছেলেবেলা কেটেছে আলিপুরদুয়ার, বক্সায় তারপর বাকি জীবনটা প্রায় ব্যারাকপুরেই। মধ্যবিত্ত বাড়ির মেধাবী ছাত্রী ছিলেন, ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর৷ কলকাতার লেদার টেকনোলজি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়লেন। কখনও চাকরি করেছেন, কখনও জুটমিলে গিয়ে বাচ্চাদের পড়িয়েছেন সারাজীবন বাচ্চাদের পড়িয়েছেন সংসার করেছেন। এখন তার বয়স ষাটের দোরগোড়ায়৷ ব্যারাকপুরে মিশনে পড়ান।
একসময় লেখালেখি করলেও দীর্ঘ বিরতি নিয়েছেন। আশা করি ভবিষ্যতে আমরা আরও অনেক গল্প, উপন্যাস উপহার পাবো।
লেখিকা অনসূয়া মুখার্জিকে ছাপিয়ে মানুষ অনসূয়া মুখার্জি বিশ্বাস করেন জীবন যেমনই হোক ভালোভাবে বাঁচতে হবে।