বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
আচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1948 সাল থেকে সাধারণ মানুষের মধ্যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও প্রসারের জন্য কাজ করে চলেছে। বহু মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন। সত্যেন্দ্রনাথের উৎসাহেই পরিষদ বাংলা ভাষাতে বিজ্ঞান পত্রিকা ও পুস্তক প্রকাশ শুরু করেছিল। বিজ্ঞান ও বিজ্ঞানের ইতিহাস বিষয়ক অনেক বই পরিষদ থেকে প্রকাশিত হয়েছে।