জন্ম: ১৯৮৫ সালের ৩০শে এপ্রিল ট্যাংরা কলোনি গ্রামে। কবিতা লেখার সূত্রপাত ২০০২ সালে। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২টি। ২০১৭ সালে তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘নেগেটিভ মুহূর্তের কবিতা’ এবং ২০২৪-এ শহরতলি প্রকাশনী থেকে প্রকাশ পায় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত মেঘ’। বর্তমানে কশেরুক লিটিল ম্যাগাজিনের সম্পাদনার সঙ্গে যুক্ত।