বারীন্দ্রকুমার ঘোষ
অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ (৫ জানুয়ারি, ১৮৮০ - ১৮ এপ্রিল, ১৯৫৯) তাঁর অগ্রজ, বিপ্লবী অরবিন্দ ঘোষের নির্দেশে বিপ্লবী সংগঠন ‘অনুশীলন সমিতি’-তে যোগদান করেন। ১৯০৫ সাল পর্যন্ত তিনি ‘অনুশীলন সমিতি’র সাংগঠনিক কাজ করেন। ‘অনুশীলন সমিতি’র আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য, বারীন ঘোষ একটি পত্রিকা প্রকাশের প্রস্তাব করেন। ১৯০৬-এর ১২ই মার্চ থেকে অরবিন্দের সমর্থনে সাপ্তাহিক পত্রিকা হিসেবে ‘যুগান্তর’ প্রকাশিত হতে থাকে। যুগান্তর ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করলে, ব্রিটিশ কর্মকর্তারা এই পত্রিকার উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। এই সূত্রে বেশ কয়েকবার তিনি রাজনৈতিক হয়রানির স্বীকারও হন। ১৯০৭ নাগাদ কলকাতার মানিকতলায় মুরারীপুকুরে বারীন ঘোষদের বাগান বাড়িতে একটি সশস্ত্র বিপ্লবী দল গঠিত হয়। যা পরবর্তী সময়ে ‘যুগান্তর দল’ বা ‘যুগান্তর বিপ্লবী দল’ নামে পরিচিতি লাভ করে। মুরারিপুকুরের এই বাগানবাড়ি বারীন ঘোষের পরিকল্পনায় বোমা তৈরির কারখানারূপে ব্যবহৃত হতো। আলিপুর বোমা মামলায় তাঁর প্রথমে প্রাণদণ্ডাদেশ ও পরে যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৯০৯ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত বন্দি ছিলেন।