ব্রাত্য বসু
২০২১ সালের ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কারপ্রাপ্ত ব্রাত্য বসুর জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, কলকাতায়। অধ্যাপক, নাট্য পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্রাভিনেতা, নাটককার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, অনুবাদক, গীতিকার, সম্পাদক ও নাট্য সংগঠক। ‘ব্রাত্যজন’ শীর্ষক নাট্য-আন্দোলন ও ধারণার কর্ণধার। এবিপি আনন্দ ‘সেরা বাঙালি ২০১৯’ সম্মান এবং বাংলার নাট্যশিল্প জগতের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ প্রাপক। বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য পেয়েছেন ‘গজেন্দ্র কুমার মিত্র-সুমথনাথ ঘোষ’ স্মারক সম্মান ।
তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল রাস্তা (২০০৩), তিস্তা (২০০৫), তারা (২০১০), ডিকশনারি (২০২১), হুব্বা (২০২৪)। আন্তর্জাতিক স্তরে স্বীকৃত শ্রীবসুর ছবি ডিকশনারি ‘গৌতম বুদ্ধ’ সম্মান প্রাপ্ত হয়েছে।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বর্তমান সভাপতি।
বর্তমানে ভারপ্রাপ্ত মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার।