কালিম্পঙ পাহাড়ের গ্রামাঞ্চলে লেপচা জনজাতি থেকে উঠে আসা তরুণ লেখক ছুদেন কাবিমো। নেপালি ভাষায় লেখালেখি করেন, ইতিমধ্যেই যা সমাদৃত হচ্ছে। পেশায় সরকারী চাকুরে। পাশাপাশি সাংবাদিকতা, লেখালেখির কাজও করেন। ওঁর লেখা ছোটগল্প সংকলন ‘১৯৮৬‘ যুব সাহিত্য অকাদেমি পুরস্কার পায় ২০১৮ সালে। ফাৎসুঙ ওঁর প্রথম উপন্যাস, ২০১৯ সালে প্রকাশিত হয়।