দেবেশ রায়
দেবেশ রায় (১৯৩৬-২০২০) বাংলা সাহিত্যের অন্যতম স্রষ্টা। গল্প-উপন্যাস-প্রবন্ধ সকলই তাঁর মজ্জাভুক্ত বটে, কিন্তু আদতে তিনি আখ্যানকার। আখ্যানের কোনো ইংরেজি অনুবাদ থাকতে পারে, যা জনপ্রিয়, বা তত জনপ্রিয় নয়। কিন্তু তাতে কিছু এসে যায় না। দেবেশ রায় তার তোয়াক্কা করেননি। বাংলা ভাষায় তিনি সচেতনে আখ্যান নির্মাণ করেছেন, এবং লেখার রাজনীতি ও সমাজনীতি দ্বারা তিনি তাড়িত হয়েছেন, হতে থেকেছেন। ৮ দশকের বেশি আয়ু জুড়ে ৬ দশকের বেশি সময় ধরে তিনি লেখালেখির জগতে বাস করেছেন। শুধু লেখাই নয়, লেখাকে পড়ার প্রস্থানবিন্দু পরিবর্তনের কাজটিও তিনি করে গিয়েছেন, লেখা জুড়েই।