দেরা বর্তমানে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। কাগজে ও নানান পত্রিকায় গল্প, কলাম, প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। দেরার নেশা বই পড়া, নানান অদ্ভুত জায়গায় ঘুরে বেড়ানো ও সেসমস্ত নিয়ে লেখালিখি করা। এই উপন্যাসটিও উনি লেখা শুরু করেন সিডনি-তে থাকার সময়। দেরা বিশ্বাস করেন, গল্প সত্যি হয় বলেই সত্যি থেকে গল্প তৈরি হয়।