ডা. সন্দীপন ধর, কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পেডিয়াট্রিক ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। ভারতে পেডিয়াট্রিক ডার্মাটোলজির পথিকৃৎ ডা. ধর। তিনি একাধারে ভারতের সোসাইটি ফর একজিমা স্টাডিজ (এসইএস)–এর প্রতিষ্ঠাতা সভাপতি (২০২২–এর মার্চে প্রতিষ্ঠিত)। অন্যদিকে ইন্টারন্যাশনাল একজিমা কাউন্সিল (আইইসি)–এর অ্যাকাডেমিক কমিটির সদস্য। এসপিআইএন–এর বৈজ্ঞানিক সদস্য, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ পেডিয়াট্রিক ডার্মাটোলজি (আইএসপিডি) মেন্টরশিপ কমিটির পরিচালক বোর্ডের সদস্য এবং চেয়ারম্যান। প্রায় ১০ বছর ধরে ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ডার্মাটোলজির সভাপতি ছিলেন। ইন্ডিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক ডার্মাটোলজির মুখ্য সম্পাদক ছিলেন প্রায় ৯ বছর। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ পেডিয়াট্রিক ডার্মাটোলজি এ দেশ ও উপমহাদেশীয় পেডিয়াট্রিক ডার্মাটোলজিতে তাঁর অসামান্য অবদানের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ডা. সুরিন্দর কাউর পুরস্কার পেয়েছেন। ডা. ধর এ পর্যন্ত ২৮০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন, যার মধ্যে ৭০টিরও বেশি গবেষণাপত্র অ্যাটোপিক ডার্মাটাইটিসের ওপর। আন্তর্জাতিক স্তরে তিনি ১১০ বারের বেশি ও জাতীয় স্তরে ৩২০ বার বক্তৃতা দিয়েছেন। এই সংখ্যা নিয়মিত বাড়তেই থাকছে। ২০০৩ সালে পেডিয়াট্রিক ডার্মাটোলজি বিষয়ে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ইতিমধ্যে সেই বইয়ের চতুর্থ সংস্করণও প্রকাশিত হয়েছে। ত্বকের রোগ বিষয়ে আরও ৫টি বই রয়েছে তাঁর। জাতীয় ও আন্তর্জাতিক, এই দুই ধরনের ৫০টিরও বেশি বইয়ে তাঁর যোগদান এবং গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.