দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা সাহিত্যে বিশেষ করে নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের (১৮৬৩-১৯১৩) আগমন নাট্য সাহিত্যের স্বর্ণযুগ বলা যায়। কবিতা রচনা দিয়ে শুরু করলেও বাংলা নাটক দ্বিজেন্দ্রলালকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ডি. এল. রায়ের নাট্যশৈলীতে অতিনাটকীয়তা, উচ্ছ্বাসবাহুল্য ও আতিশয্যজনিত বহু ত্রুটি-বিচ্যুতি যেমন আছে তেমনি চরিত্রের অর্ন্তদ্বন্দ্ব, বলিষ্ঠ সংলাপ, নাটকীয় চমৎকারিত্ব, নাটকের গঠনরীতিতে স্বগতোক্তির বর্জন, শেকসপিয়রের নাট্যশৈলীর সার্থক প্রয়োগও লক্ষণীয়। নাটকের পাশাপাশি ডি. এল. রায়ের গান বিশেষ করে স্বদেশী গান বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। স্বদেশি আন্দোলনের বিক্ষোভ দ্বিজেন্দ্রলালকে শুধু স্পর্শ করেনি, বিচলিত করেছিল তার নমুনা পাওয়া যায় তাঁর স্বদেশি গানে। স্বদেশি গানগুলিতে কোমলতা আর বলিষ্ঠতার অপূর্ব মিশ্রণ ঘটিয়েছিলেন ডি. এল. রায়।